সংবাদ শিরোনাম ::
সীমিত পরিসরে চলছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
সীমিত পরিসরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভেক) বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার (১৩ আগস্ট) আইভেকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র ঢাকায় অবস্থিত কেন্দ্রটি সীমিত আকারে কাজ করছে। পাসপোর্ট জমা নিয়ে ভিসার আবেদনগুলি ফেরত দেয়া হচ্ছে। যেসব ভিসার আবেদন অনুমোদিত হয়েছে, সেগুলোর প্রক্রিয়া চলছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাসপোর্ট ফেরত দেয়ার বিষয়ে আবেদনকারীদের খুদেবার্তার মাধ্যমে জানানো হবে। খুদেবার্তা পাওয়ার পর পাসপোর্ট সংগ্রহের জন্য কেন্দ্রে যেতে বলা হবে। সীমিত পরিসরে কাজের কারণে পাসপোর্ট ফেরত দিতে কিছুটা সময় লাগতে পারে।
উল্লেখ্য, কোটার সংস্কার আন্দোলনের ফলে গত ৭ আগস্ট থেকে আইভেক বন্ধ ছিলো।