সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬ জনই আশঙ্কাজনক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
রাজধানীর ভাসানটেকে বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৬ জনের অবস্থাই আশঙ্কাজনক। দগ্ধরা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে শুক্রবার (১২ এপ্রিল) ভোরে ভাষানটেক নতুন বাজার কালভার্ট রোডের ৪/১৩ নম্বর বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলো- মো. লিটন (৪৮), তার স্ত্রী সূর্য বানু (৩০), তাদের তিন সন্তান লিজা (১৮), সুজন (৮),লামিয়া (৭) ও লিটনের শ্বাশুরি মেহরুন্নেছা (৮০)।
প্রতিবেশী ভাড়াটিয়া ময়না বেগম জানান, দগ্ধ লিটনের বাড়ি ময়মনসিংহ। তিনি পরিবার নিয়ে কালভার্ট রোডের ২য় তলা বাড়িটির নিচ তলায় ভাড়া থাকেন। তিনি ফার্নিচার ব্যবসা করতেন। রাতে বাসায় সবাই ঘুমিয়ে ছিলেন। শুক্রবার (১১ এপ্রিল) ভোরে লিটন মশার কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের ৬ জনই দগ্ধ হন।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, লিটনের শরীরের ৬৭ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া সূর্য বানুর ৮২, লিজার ৩০, লামিয়ার ৫৫, সুজনের ৪৩ ও মেহরুন্নেছার ৪৭ শতাংশ পুড়ে গেছে। তারা সবারই আশঙ্কাজনক।