সার্ভারে ত্রুটি, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী পারাপার বন্ধ
- সংবাদ প্রকাশের সময় : ০২:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ রেখেছে ভারত। ওপারের আগরতলা স্থলবন্দরে সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় সাময়িকভাবে যাত্রী গ্রহণ বন্ধ করা হয়। তবে বিশেষ ব্যবস্থায় বিমানের টিকিটধারী যাত্রীদের প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২ এপ্রিল) সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। এই প্রায় এক’শ জনের মতো যাত্রী আটকা পড়েছেন।
এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক দেওয়ান মোরশেদুল হক জানান, সকালে ১২ জন যাত্রী ভারতে প্রবেশ করার পর আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রী পারাপার স্থগিত করতে বলে। বিএসএফের মাধ্যমে আমাদের জানানো হয়, যেন আর যাত্রী পাঠানো না হয়।
সংশ্লিষ্টদের বরাত দিয়ে তিনি আরো জানান, হঠাৎ করেই আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে।