https://bangla-times.com/
ঢাকারবিবার , ১০ ডিসেম্বর ২০২৩

সারা দেশে মানববন্ধন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১০, ২০২৩ ৯:২৭ পূর্বাহ্ণ । ৯৯ জন
Link Copied!

১০ ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীসহ দেশের সব মহানগর ও জেলা শহরে রোববার মানববন্ধন করবে বিএনপি। রাজধানীতে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হবে এই কর্মসূচি।

গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশের পর এটিই বিএনপির রাজপথের প্রথম কর্মসূচি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের এই কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দলের নেতা-কর্মীরা।

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে ২৯ অক্টোবর থেকে কয়েক দফায় অবরোধ এবং হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপিসহ বিভিন্ন দল ও জোট।

এদিকে মানবাধিকার দিবসে বিএনপির কর্মসূচিতে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সে জন্য প্রস্তুত থাকছে আওয়ামী লীগও। শিল্পকলা একাডেমিতে ঘরোয়া অনুষ্ঠান রেখেছে দলটি। সেই আয়োজন সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।