https://bangla-times.com/
ঢাকাবৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩

সারাদেশে সকাল পর্যন্ত ১২ যানবাহনে আগুন

বাংলা টাইমস্
নভেম্বর ১৬, ২০২৩ ৫:৪৬ পূর্বাহ্ণ । ১ জন
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ থেকে বৃহস্পতিবার সকালে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এইতথ্য জানা গেছে।

ফায়ার সার্ভিস জানায়, তফসিল ঘোষণার পর থেকে ঢাকা সিটিতে কোন আগুনের সংবাদ পায়নি ফায়ার সার্ভিস। তবে ঢাকা বিভাগের দোহার ও টাঙ্গাইল জেলায় দুটি, বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায় একটি, রাজশাহী বিভাগের নাটোর, বগুড়া ও চাপাইনবাবগঞ্জ জেলায় পাঁচটি, চট্টগ্রাম বিভাগে সদরে ও চাঁদপুর জেলায় দুটি আর সিলেট বিভাগে একটি আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দুটি বাস, দুটি কাভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, দুটি লেগুনা, একটি ট্রেন পুড়ে যায়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ২১ ইউনিট ও ১১৬জন জনবল কাজ করে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।