সংবাদ শিরোনাম ::
সারাদেশে বৃষ্টি হতে পারে আজও
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আরও বলা হয়, ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে দিনের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। এছাড়া দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। বুধবার (২ অক্টোবর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস।