সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ
- সংবাদ প্রকাশের সময় : ০২:৩১:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার স্ত্রীর ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)’র এক শীর্ষ কর্মকর্তা।
তিনি জানান, হাছান মাহমুদসহ তার স্ত্রী নুরান ফাতেমা ও মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সব ধরনের টাকা তোলা বন্ধ করতে নির্দেশ দিয়েছে। ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এ নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের নির্দেশনার ফলে ওই তিন ব্যক্তি ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন করা যাবে না।
হাছান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার গঠিত হয়। এরপর তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। এর আগের আগের সরকারে তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে ছিলেন।