https://bangla-times.com/
ঢাকাসোমবার , ৬ মে ২০২৪

সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ছে না, জানালেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মে ৬, ২০২৪ ৯:২৮ অপরাহ্ণ । ৩৫ জন
Link Copied!

সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর কোন সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার (৬ মে) দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানো এটি নীতিগত বিষয়। আরো আলাপ আলোচনা ও পর্যলোচনার মাধ্যমে বিষয়টি দেখা হবে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এই সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।