সংবাদ শিরোনাম ::
সময় বাড়লো এইচএসসি পরীক্ষার ফরম পূরণের
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ১৭৩ বার পড়া হয়েছে
চলতি বছরের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। রবিবার (২১ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এই তথ্য জানান।
নতুন ঘোষণা অনুযায়ী এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়। আবেদ অনলাইনে করে ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধ করা যাবে ৬ মে পর্যন্ত।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের সময় আগামী ৭ মে থেকে শুরু হবে। যা চলবে ১২ মে পর্যন্ত। ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধ করা যাবে ১৩ মে পর্যন্ত।
এ বছর বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের দুই হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মানবিক ও ব্যবসায় শিক্ষার জন্য দুই হাজার ১২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।




























