https://bangla-times.com/
ঢাকারবিবার , ১২ মে ২০২৪
  • অন্যান্য

সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

রুবেল ইসলাম, ঠাকুরগাঁও
মে ১২, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ । ৯ জন
Link Copied!

ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানীপাড়া গ্রামে সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম-নিহত নিখিল বর্মন (২৫)। তিনি মোলানীপাড়া গ্রামের অলন বর্মনের ছেলে।

রোববার (১২ মে) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মোলানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে ।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে দিকে বৃষ্টির সময় নিখিল বর্মন ও অকুল বর্মন করলা ক্ষেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিখিলের মৃত্যু হয়। সাথে থাকা তার ভাই অকুল দৌড়ে বাড়িতে এসে সবাইকে জানান। এরপর পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ।

ঠাকুরগাঁও সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।