সংবাদ শিরোনাম ::
সন্তানের মঙ্গলকামনায় কোলে নিয়ে ‘ডুব’, ৩৭ শিশুর মৃত্যু
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ১২:০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
সন্তানের মঙ্গলকামনায় সন্তানকে নিয়ে পানিতে ডুব দিতে গিয়ে বিহারে ৪৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩৭ জন শিশু রয়েছে। গত বুধবার থেকে সেরাজ্যের ১৫টি জেলা থেকে মিলেছে এমন খবর।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিহার সরকারের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়, ‘জীবিতপুত্রিকা’ নামে ৩ দিনের এক ধর্মীয় রীতি পালিত হয় বিহারে। সন্তানের মঙ্গলকামনা করে মায়েরা ডুব দেন নদীতে। আর সেই সময় তাদের কোলে থাকেন সন্তানরাও। আর এমন করতে গিয়েই এই মৃত্যু। নিহতদের মধ্যে চারজন মহিলা রয়েছে।
গত বছর এই উৎসবের পালন করতে গিয়ে মারা যায় ২২ জন। এবার এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মৃতদের পরিবারকে ৪ লাখ টাকা করে আর্থিক সহযোগীতা ঘোষণা করেছেন।