সংবাদ শিরোনাম ::
সচিবালয় ছাড়ছেন কর্মকর্তা-কর্মচারীরা
দেবব্রত দত্ত
- সংবাদ প্রকাশের সময় : ০২:২৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে
হঠাৎ সচিবালয় থেকে বের হয়ে যান কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে কর্মস্থল ছাড়তে শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা।
ভূমি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবামাধ্যমকে জানান, সচিবালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য সব কর্মকর্তা-কর্মচারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়। এরপর সবাই বের হয়ে যান।
সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। এছাড়াও মঙ্গলবার (৬ আগস্ট) সচিবালয়ে উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে অনেক কম দেখা যায়। মন্ত্রীদের নেইম-প্লেট সরানো হয়েছে। অধিকাংশ সচিবকেই তাদের দপ্তরে দেখা যায়নি।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা করে পদত্যাগ করে দেশ ছাড়ার মধ্য দিয়ে সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়েছে। সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তিনি দেশ ছাড়েন।