সংবাদ শিরোনাম ::
সঙ্গীতশিল্পী হানিয়া আসলাম মারা গেছেন
বিনোদন প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
কচরাচিতে জন্ম পাকিস্তানী সঙ্গীতশিল্পী হানিয়া আসলাম মারা গেছেন। পাকিস্তান ‘কোক স্টুডিয়ো’য় ‘বিবি সনম’, ‘পাইমোনা’, ‘চুপ’ সহ আরও বেশ কিছু গান গেয়েছিলেন এই শিল্পী।
পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রোববার (১১ আগস্ট) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান হানিয়া। মৃত্যুকালে তার বয়স বয়েছিলো ৩৯ বছর।
সঙ্গীতশিল্পী হানিয়া আসলাম আমেরিকা এবং ব্রিটেনে পড়াশোনা সেরে তিনি কানাডায় অডিয়ো ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ নেন। সঙ্গীত জগতে ‘জ়েব ও হানিয়া’ জুটি হিসেবেই তারা পরিচিত ছিলেন। ২০০৮ সালে প্রকাশিত হয় জ়েব ও হানিয়ার প্রথম অ্যালবাম ‘চুপ’। অল্প সময়েই পাকিস্তানের সঙ্গীত জগতে পরিচিতি লাভ করে এই ব্যান্ড। বলিউডে আলিয়া ভট্ট অভিনীত ‘হাইওয়ে’ ছবিতে এ আর রহমানের সুরে ‘সুহা সাহা’ গানে কণ্ঠ দেন এই শিল্পী।