https://bangla-times.com/
ঢাকামঙ্গলবার , ৯ জানুয়ারি ২০২৪

সংসদে কমেছে নারী এমপি

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৯, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ । ১৫০ জন
Link Copied!

দ্বাদশ সংসদে নারী এমপির সংখ্যা কমেছে। একাদশ জাতীয় সংসদে ২২ জন নারী এমপি ছিলেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন ১৯ জন।এসব সদস্য ভোটের লড়াইয়ে তুলনামূলকভাবে পুরুষদের চেয়ে ভালো করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি নারী প্রার্থী ৯৪ জন অংশ নেন। এরমধ্যে ভোটের লড়াইয়ে শেষ হাসি হেসেছেন ১৯ জন। যেখানে একাদশ সংসদ নির্বাচনে এই সংখ্যা ছিল ২২।

অঘোষিত ময়মনসিংহ-৩ আসনে এগিয়ে রয়েছেন এক নারী প্রার্থী। এর বাইরে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। সেখানে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে, যদিও সেখানে কোনো নারী প্রার্থী নেই।

এবার জয় পাওয়া ১৯ নারী প্রার্থীর মধ্যে ১৫ জন আওয়ামী লীগ মনোনীত; বাকি ৪ জন স্বতন্ত্র হিসেবে লড়াই করেন। বাকি যে ৭৭ জন নারী জিততে পারেননি, তদের মধ্যে মমতাজ বেগম, মেহের আফরোজ চুমকি ও সানজিদা খানমের মত শক্তিশালী প্রার্থীও ছিলেন।

একাদশ সংসদ নির্বাচনে ৬৮ নারী প্রার্থী অংশ নিলেও এবার সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ৯৬। তার মানে আগের তুলনায় দ্বাদশ সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ বেড়েছে ৪১ দশমিক ১৮ শতাংশ।

বিজয়ী নারী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ১৫ জন ও স্বতন্ত্র প্রার্থী চারজন। স্বতন্ত্রভাবে জয়ী চার নারীই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

নৌকা প্রতীকের বিজয়ী নারীরা হলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩), স্পিকার শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬), উম্মে কুলসুম স্মৃতি (গাইবান্ধা-৩), সাহাদারা মান্নান (বগুড়া-১), জান্নাত আরা হেনরী (সিরাজগঞ্জ-২), হাবিবুন নাহার (বাগেরহাট-৩), সুলতানা নাদিরা (বরগুনা-২), মতিয়া চৌধুরী (শেরপুর-২), সৈয়দা জাকিয়া নূর (কিশোরগঞ্জ-১), সাগুফতা ইয়াসমিন (মুন্সীগঞ্জ-২), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), খাদিজাতুল আনোয়ার (চট্টগ্রাম-২) ও শাহীন আক্তার (কক্সবাজার-২)।

স্বতন্ত্র হয়ে বিজয়ী নারীরা হলেন- আব্দুল্লাহ নাহিদ নিগার (গাইবান্ধা-১), তাহমিনা বেগম (মাদারীপুর-৩), জয়া সেন গুপ্তা (সুনামগঞ্জ-২) ও আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (হবিগঞ্জ-১)।

নির্বাচিত নারী সদস্যদের মধ্যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, মতিয়া চৌধুরী, ডা. দীপু মনি, হাবিবুন নাহার, জয়া সেনগুপ্ত, সিমিন হোসেন রিমি, সাগুফতা ইয়াসমিন এমিলি, শাহিনা আক্তার একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ী হয়েছিলেন।

১৯৯১ সালে পঞ্চম জাতীয় নির্বাচনে ৩৯ জন নারী প্রার্থী অংশ নেন, যাদের মধ্যে পাঁচজন জয়ী হয়ে সংসদে যান। ষষ্ঠ জাতীয় নির্বাচনে ৩৬ নারী প্রার্থীর আটজন, সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ৩৮ নারী প্রার্থীর ছয়জন, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ নারীর মধ্যে ১৯ জন, দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯ নারী প্রার্থীর ১৮ জন নির্বাচিত হন।