সংবাদ শিরোনাম ::
সংসদের দ্বিতীয় অধিবেশন চলবে ৯ মে পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন চলবে আগামী ৯ মে। যা শুরু হয়েছে বৃহস্পতিবার (২ মে)।
বৃহস্পতিবার বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরতেই শোক প্রস্তাব উত্থাপন করা হয়। চলতি সংসদের ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সদস্যরা।
অধিবেশনের প্রথম দিনে সাবেক পাঁচজন এমপিসহ আরও ১৫ বিশিষ্টজনের মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সংসদ। চলতি সংসদের সদস্যের মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়ে অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছে।