বললেন তারেক রহমান
ষড়যন্ত্র এখনো চলছে, সজাগ থাকতে হবে
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ নিয়ে দেশে-বিদেশে এখনো ষড়যন্ত্র চলছে। তাই দলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরায় বিএনপির সমাবেশে লন্ডন থেকে ভিডিও বার্তায় যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
সাতক্ষীরার কলারোয়া ফুটবল মাঠে দুপুরে জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। সমাবেশে যোগ দেন খুলনা ও এর আশেপাশের এলাকার বিএনপি নেতাকর্মীরা।
এ সময় তারেক রহমান বলেন, যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিলো, যে ষড়যন্ত্র দেশের বাহিরে ছিলো, তাদের সে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। তারা কোনোভাবেই চায় না, এ দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক। তাই ‘সজাগ থাকতে হবে।
তারেক রহমান বলেন, কতিপয় রাজনৈতিক দল বিভ্রান্ত হয়ে কিছু কথা বলছে। এসব দলের নেতারা একটা প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে বিভ্রান্তি ছড়ানোর মতো কথা বলছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।