সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার বিচার দাবিতে জয়পুরহাটে বিএনপির অবস্থান কর্মসূচি
সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচার দাবিতে জয়পুরহাটে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। এতে জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বুধবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শহরে বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে অবস্থান করে।
এ সম বক্তব্য রাখেন- বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, বিএনপি নেতা সেলিম রেজা ডিউক, জাহেদা কামাল, কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান প্রমুখ।