শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, বাঁচাতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ৪৮২ বার পড়া হয়েছে
গাইবান্ধায় দেড় বছরের শিশুসহ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন এক নারী। এ সময় তাদের বাঁচাতে এক কলেজ শিক্ষার্থী এগিয়ে এলে তিনিও গৃহবধূর সাথে ট্রেনে কাটা পড়েন। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছে শিশুটি।
সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো- গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালী গ্রামের জোবায়ের মিয়া (১৮)। এসকেএস স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি। অপরজন গাইবান্ধা পৌর শহরের রাজিয়া বেগম (২৩)।
জানা গেছে, সোমবাার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা পারবর্তীপুরগামী পদ্মরাগ ট্রেন অতিক্রম করছিল। এ সময় গৃহবধু রাজিয়া বেগম তার দেড় বছরেরে শিশুটিকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। তাকে বাঁচাতে গিয়ে কলেজ শিক্ষার্থী জোবায়ের মিয়া ট্রেনের নিচে কাটা পড়ে।
গৃহবধূ রাজিয়ার কোলে থাকা শিশু আবির হোসেন ছিটকে পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। শিশুকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
গাইবান্ধা রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

























