ঢাকা ১১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১০:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে। নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে ১৯ হাজার ৫৮৬ জনকে। বুধবার (২১ আগস্ট) বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সুপারিশ করে।

এনটিআরসিএ চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম বলেন, ১৯ হাজার ৫৮৬ প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের যোগদান করতে হবে।

প্রার্থীরা এই লিংকে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় শিক্ষকসংকট দূরীকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতের জন্য এনটিআরসিএ কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ হাজার ৫৮৬ প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় কয়েকটি শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য সম্মতি প্রদান করা হলো।

শর্তগুলো হলো-নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষক সম্পর্কে যদি সংশ্লিষ্ট এজেন্সির ভেরিফিকেশনে কোনো ধরনের বিরূপ মন্তব্য বা আপত্তি উত্থাপিত হয়, তাহলে অবিলম্বে সুপারিশপত্র বাতিল হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে।

প্রার্থীর পুলিশ অথবা নিরাপত্তা ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য পাওয়া গেলে তা এনটিআরসিএকে মন্ত্রণালয় বরাবর জানাতে হবে। এছাড়া বিরূপ মন্তব্যসম্পন্ন শিক্ষককে অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রার্থীকে বিষয়টি অবহিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ

সংবাদ প্রকাশের সময় : ০৯:১০:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে। নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে ১৯ হাজার ৫৮৬ জনকে। বুধবার (২১ আগস্ট) বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সুপারিশ করে।

এনটিআরসিএ চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম বলেন, ১৯ হাজার ৫৮৬ প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের যোগদান করতে হবে।

প্রার্থীরা এই লিংকে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় শিক্ষকসংকট দূরীকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতের জন্য এনটিআরসিএ কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ হাজার ৫৮৬ প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় কয়েকটি শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য সম্মতি প্রদান করা হলো।

শর্তগুলো হলো-নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষক সম্পর্কে যদি সংশ্লিষ্ট এজেন্সির ভেরিফিকেশনে কোনো ধরনের বিরূপ মন্তব্য বা আপত্তি উত্থাপিত হয়, তাহলে অবিলম্বে সুপারিশপত্র বাতিল হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে।

প্রার্থীর পুলিশ অথবা নিরাপত্তা ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য পাওয়া গেলে তা এনটিআরসিএকে মন্ত্রণালয় বরাবর জানাতে হবে। এছাড়া বিরূপ মন্তব্যসম্পন্ন শিক্ষককে অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রার্থীকে বিষয়টি অবহিত করতে হবে।