https://bangla-times.com/
ঢাকারবিবার , ১৯ নভেম্বর ২০২৩

শরণার্থী শিবিরে আশ্রয় কেন্দ্রে হামলা, নিহত ৮০

বাংলা টাইমস্
নভেম্বর ১৯, ২০২৩ ৬:০১ পূর্বাহ্ণ । ৫ জন
Link Copied!

উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার (১৯ নভেম্বর) ভোটে ঘটনা ঘটে।

এতে অন্তত ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া শনিবার ভোরে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের বাইরে বিমান হামলা চালিয়ে ২৬জনকে মেরে ফেলে ইসরায়েলি বাহিনী।

জাতিসংঘ বলছে, বেসামরিক মানুষদের জন্য গাজার কোথাও আর নিরাপদ জায়গা নেই।এদিকে ক্রমাগত বোমা হামলার কারণে গাজার সবচেয়ে বড় হাসাপাতল আল শিফায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১২০জন রোগী ও পাঁচজন চিকিৎসক রেখে সবাইকে অন্যত্র সরিয়ে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রোববার ভোরে জাবালিয়া ক্যাম্পের ভেতর জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে (এখন আশ্রয়কেন্দ্র) বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৫০ জনকে মেরে ফেলেছে ইসরায়েলি বাহিনী।