ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শপথ নেবেন অতিশী, ফের কুরসিতে কেজরিওয়ালই!

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে নাটকীয় টানাপোড়েনের ইতি। দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন অরবিন্দ কেজরিওয়াল। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার কাছে গিয়ে পদত্যাগপত্র তুলে দেন কেজরি। সেই সাথে তার পছন্দের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অতিশী নতুন করে সরকার গঠনের দাবি জানিয়েছেন। শীঘ্রই শপথ নেবেন তিনি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে কেজরিওয়াল অতিশী এবং মণীশ সিসোদিয়াকে সাথে নিয়ে উপরাজ্যপালের বাসভবনে যান। সেখানেই নিজের পদত্যাগের কথা সরকারিভাবে ঘোষণা করেন। একই সাথে অতিশীও নতুন সরকার গঠনের দাবি জানান।

এদিন সকালে আপের বিধায়কদলের বৈঠকে অতিশীকে নেত্রী হিসাবে বেছে নেয়া হয়। তার নাম প্রস্তাব করেন আপ সুপ্রিমো কেজরিওয়াল নিজেই। আগামী ২৬-২৭ সেপ্টেম্বর দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশন চলাকালীন শপথ নেবেন।

তবে মুখ্যমন্ত্রীর পদে অতিশীর মেয়াদ বেশিদিনের নয়। আগামী বছর ফেব্রুয়ারিতেই দিল্লিতে ভোট হওয়ার কথা রয়েছে। কেজরিওয়াল নিজে অবশ্য নভেম্বরেই দিল্লিতে ভোট চান। আপ পুনরায় নির্বাচিত হলে যে কেজরিওয়ালই ফের কুরসিতে বসবেন সেটা দলের তরফে স্পষ্টও করে দেয়া হয়েছে।

অতিশী এই মুহূর্তে দিল্লির শিক্ষা ও পূর্ত দপ্তরের মন্ত্রী অতিশী। এর পর সোজা মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন। রাজনীতির কেরিয়ারে অতিশীর কেরিয়ার খুব বেশিদিনের না হলেও দক্ষতায় তিনি বেশ উজ্জ্বল ছাপ রেখেছেন। আপ গঠনের সময় থেকে কেজরির কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন অতিশী।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী অতিশী কালকাজি এলাকার বিধায়ক। ২০২৩ সালে আবগারি মামলায় দিল্লির শিক্ষামন্ত্রী মনীশ সিসোদিয়া গ্রেপ্তার হওয়ার পর অতিশীকে মন্ত্রিসভায় আনেন কেজরিওয়াল। দেওয়া হয় শিক্ষাদপ্তরের দায়িত্ব।

চলতি বছর মুখ্যমন্ত্রীর জেলযাত্রার পর দল এবং প্রশাসনে অতিশীর দায়িত্ব বাড়ানো হয়। কেজরির অনুপস্থিতিতে তিনিই প্রায় প্রশাসন সামলেছেন। সেসবেরই পুরস্কার হিসেবে তাঁকে আপাতত মুখ্যমন্ত্রীর কুরসিতে বসানোর সিদ্ধান্ত নিলেন আপ সুপ্রিমো। আরও তাৎপর্যপূর্ণ, অতিশী দিল্লির মুখ্যমন্ত্রী হলে দেশ দুজন মহিলা মুখ্যমন্ত্রী পাবে। বাংলায় এই পদে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শপথ নেবেন অতিশী, ফের কুরসিতে কেজরিওয়ালই!

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

অবশেষে নাটকীয় টানাপোড়েনের ইতি। দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন অরবিন্দ কেজরিওয়াল। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার কাছে গিয়ে পদত্যাগপত্র তুলে দেন কেজরি। সেই সাথে তার পছন্দের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অতিশী নতুন করে সরকার গঠনের দাবি জানিয়েছেন। শীঘ্রই শপথ নেবেন তিনি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে কেজরিওয়াল অতিশী এবং মণীশ সিসোদিয়াকে সাথে নিয়ে উপরাজ্যপালের বাসভবনে যান। সেখানেই নিজের পদত্যাগের কথা সরকারিভাবে ঘোষণা করেন। একই সাথে অতিশীও নতুন সরকার গঠনের দাবি জানান।

এদিন সকালে আপের বিধায়কদলের বৈঠকে অতিশীকে নেত্রী হিসাবে বেছে নেয়া হয়। তার নাম প্রস্তাব করেন আপ সুপ্রিমো কেজরিওয়াল নিজেই। আগামী ২৬-২৭ সেপ্টেম্বর দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশন চলাকালীন শপথ নেবেন।

তবে মুখ্যমন্ত্রীর পদে অতিশীর মেয়াদ বেশিদিনের নয়। আগামী বছর ফেব্রুয়ারিতেই দিল্লিতে ভোট হওয়ার কথা রয়েছে। কেজরিওয়াল নিজে অবশ্য নভেম্বরেই দিল্লিতে ভোট চান। আপ পুনরায় নির্বাচিত হলে যে কেজরিওয়ালই ফের কুরসিতে বসবেন সেটা দলের তরফে স্পষ্টও করে দেয়া হয়েছে।

অতিশী এই মুহূর্তে দিল্লির শিক্ষা ও পূর্ত দপ্তরের মন্ত্রী অতিশী। এর পর সোজা মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন। রাজনীতির কেরিয়ারে অতিশীর কেরিয়ার খুব বেশিদিনের না হলেও দক্ষতায় তিনি বেশ উজ্জ্বল ছাপ রেখেছেন। আপ গঠনের সময় থেকে কেজরির কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন অতিশী।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী অতিশী কালকাজি এলাকার বিধায়ক। ২০২৩ সালে আবগারি মামলায় দিল্লির শিক্ষামন্ত্রী মনীশ সিসোদিয়া গ্রেপ্তার হওয়ার পর অতিশীকে মন্ত্রিসভায় আনেন কেজরিওয়াল। দেওয়া হয় শিক্ষাদপ্তরের দায়িত্ব।

চলতি বছর মুখ্যমন্ত্রীর জেলযাত্রার পর দল এবং প্রশাসনে অতিশীর দায়িত্ব বাড়ানো হয়। কেজরির অনুপস্থিতিতে তিনিই প্রায় প্রশাসন সামলেছেন। সেসবেরই পুরস্কার হিসেবে তাঁকে আপাতত মুখ্যমন্ত্রীর কুরসিতে বসানোর সিদ্ধান্ত নিলেন আপ সুপ্রিমো। আরও তাৎপর্যপূর্ণ, অতিশী দিল্লির মুখ্যমন্ত্রী হলে দেশ দুজন মহিলা মুখ্যমন্ত্রী পাবে। বাংলায় এই পদে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।