সংবাদ শিরোনাম ::
শপথ নিলেন তিন বিচারপতি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
শপথ নিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া নতুন তিন বিচারপতি।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী।
এর আগে বুধবার (২৪ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত তিন বিচারককে শপথ গ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন।
নিয়োগ পাওয়া বিচারপতিরা হলো- হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে ৫ জন বিচারপতি রয়েছেন। তিনজনের নিয়োগের পর আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়ালেঅ এখন ৮ জনে।