নারায়ণগঞ্জের রূপগঞ্জে শত্রুতার জেরে সন্ত্রাসীদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।নিহতের নাম-বিউটি বেগম (৪৫)।সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি দগ্ধ হন।
নিহত গৃহবধূর স্বামী মো. কামাল বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের বামন খালিতে আমাদের বাড়ি। সোমবার বিকেলের দিকে পূর্ব শত্রুতার জেরে এলাকার কতিপয় সন্ত্রাসী ঘরে আগুন ধরিয়ে দেয়। সে সময় আমি বাড়িতে ছিলাম না। আমার স্ত্রী এতে বাধা দিলে ওই সন্ত্রাসীরা তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে আমি খবর পেয়ে বাসায় এসে দগ্ধ অবস্থায় আমার স্ত্রীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ১০টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সাড়ে ১১টার টার দিকে তাঁর মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে এক নারীকে দগ্ধ অবস্থায় আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার শরীরে ৭৫% দগ্ধ হয়েছিল। আমরা চেষ্টা করেছি তাঁকে বাঁচানোর জন্য। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।