রূপগঞ্জে জাতীয় শিশু দিবস পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস উপলক্ষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসন এ কর্মসূচি পালন করে।কর্মসূচির মধ্যে ছিলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা। দুপুরে তারাবো পৌরসভার হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।
সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমুখ।
পরে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতায় বিজয়ী ও নানা ইভেন্টে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।