https://bangla-times.com/
ঢাকামঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩

রাজশাহীতে থেমে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন

বাংলা টাইমস্
নভেম্বর ২১, ২০২৩ ৭:২৬ পূর্বাহ্ণ । ৪ জন
Link Copied!

রাজশাহী নগরীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে রাস্তার পাশে থেমে থাকা ট্রাকের সামনের অংশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(২১ নভেম্বর) ভোর ৪টার দিকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের সামনে।

জানা গেছে, গত সোমবার নগরীর কাজিহাটা এলাকার শফিকুজ্জামান শোভনের শোভন এন্টার প্রাইজ নামের একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-২৫৭৯) নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম আয়রন মার্কেটের ২২ নং দোকানের সামনে রেখে যান। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটির সামনে চালকের কেবিনে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়া আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পোছে আগুন নিয়ন্ত্রনে আনে। পুলিশ জানিয়েছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।