https://bangla-times.com/
ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩

রাজনীতির মাঠে ভোটের হাওয়া

বাংলা টাইমস্
নভেম্বর ১৫, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ । ২ জন
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটের মাঠে ব্যস্ত সময় পাড় করছেন রাজনীতিবীদরা। নিজের নির্বাচনী এলাকায় বিভিন্ন ধরনের সভা-সমাবেশ করছেন। সাধারণ মানুষও প্রাণ ফিরে পাচ্ছে। তবে কোন ফরমেটে কার তত্ত্বাবধানে নির্বাচন হবে তা নিয়ে ভোটারদের কোনো আগ্রহ নেই। নির্বাচন আসছে, ভোট দিতে পারবে এতেই তারা খুশি।

নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়েছে। আগামী বছরের অর্থাৎ ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ভাষণ সম্প্রচার করা হয়।

তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিশ্বনেতাদের মাঝেও ইতিবাচক মনোভাব পরিলক্ষিত হয়েছে। যা বাংলাদেশের জন্য সুখবর। বলা যায় বিশ্বকূটনীতিতে বাংলাদেশের অবস্থান বেশ ইতিবাচক। এই ইতিবাচক দিকটা বিরাজমান অবস্থায় বাংলাদেশে ভোট হলে সর্বজনগ্রাহ্য একটা নির্বাচন হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। নির্বাচন কমিশনও এ ব্যাপারে আশাবাদী।

এদিকে, তফসিল ঘোষণার পর ক্ষমতাসীন দল আওয়ামী লীগ শুক্রবার (১৭ নভেম্বর) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম বিক্রি শুরু হবে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য দুটি করে চারটি বুথ থাকবে। আর বাকি ছয় বিভাগের প্রতিটির জন্য একটি করে বুথ থাকবে। ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য চার-পাঁচ দিন সময় দেওয়া হতে পারে। এবার অনলাইনেও ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, দলীয় মনোনয়ন ফরম বিক্রির সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। শিগগিরই ফরম বিক্রি শুরু হবে।

এবছর আওয়ামী লীগের দলীয় ফরমের মূল্য ৫০ হাজার টাকা। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরমের মূল্য ছিল ৩০ হাজার টাকা। গত নির্বাচনে দলীয় ফরম বিক্রি করে ১৩ কোটি টাকার মতো আয় করেছিলো দলটি।

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছেন।

বুধবার (১৫ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।

বিবৃতিতে রওশন এরশাদ বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সুসম্পন্ন করার দায়িত্ব নির্বাচন কমিশনের।

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ঘোষিত তফসিলকে স্বাগত জানালেও বিএনপি প্রত্যাখান করেছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, চলমান অবরোধের শেষে তাঁরা তফসিলের প্রতিবাদে নতুন কর্মসূচি দেবেন।