রাজধানীর সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় শিক্ষার্থীরা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
রাজধানীর সড়কে নেই ট্রাফিক পুলিশ। এ অবস্থায় কয়েকদিন থেকে ঢাকার সড়কগুলোয় ট্রাফিক পুলিশের ভূমিকায় রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুলের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়ক ঘুরে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। গুলিস্তান, জিরো পয়েন্ট, মগবাজার, ওয়্যারলেস, শান্তিনগর, আবুল হোটেল সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিন দেখা গেছে, শিক্ষার্থীরা রাস্তায় সিগন্যাল নিয়ন্ত্রণের পাশাপাশি ফুটপাতে হাঁটা, নির্দিষ্ট স্থান থেকে গাড়িতে ওঠানামা ও গণপরিবহন নির্দিষ্ট স্থানে থামার নির্দেশনা দেন। নিয়ম মেনে চলতে মানুষ ও গাড়িচালকদের বাধ্য করছেন। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা মানুষকে নিয়ম-শৃঙ্খলা শেখাচ্ছেন এসব শিক্ষার্থীরা।
মো. সাগর শেখ নামে এক শিক্ষার্থী বলেন, সিগন্যালের পাশাপাশি গাড়িগুলো যেন লাইন ধরে চলে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আমার ভালো লাগছে যে, মানুষকে সচেতন করা যাচ্ছে।
তিনি আরও বলেন, আমরা আনন্দ নিয়ে কাজ করছি। আমরা চাই সড়কে সর্বোচ্চ শৃঙ্খলা আসুক। মানুষ কিছুটা শিখে গেলে পরে এই ধারা বজায় থাকবে।
এদিকে, শিক্ষার্থীদের এই কাজে খুশি পথচারী ও গণপরিবহন চালকরাও। তারা জানান, পুলিশ নেই, কিন্ত সড়কে বিশৃঙ্খলা নেই। শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছে। সড়কে যানজটও তৈরি হচ্ছে না।
উল্লেখ্য, ৫ আগস্ট (সোমবার) আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।