রাঙ্গামাটিতে ইফার উদ্যোগে এডভোকেসি সভা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে ইউনিসফের সার্বিক সহযোগিতায় এইচপিভি টিকাদান কর্মসূচি জোরদারকরণের লক্ষ্যে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।
সভায় বক্তারা বলেন,এইচপিভি ভ্যাকসিন প্রদানে অত্র জেলার আলেম-ওলামা, ইমাম ও খতিব, মহিলা কওমি মাদ্রাসার শিক্ষক- শিক্ষিকাগণ জন সাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবেন। ইনশাআল্লাহ! বাংলাদেশে প্রতিবছর জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে ৪ হাজার থেকে ৬ হাজার মহিলা মৃত্যুবরণ করেন। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিন কার্যকরী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এইচপিভি টিকাদান কর্মসূচির এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
ফিল্ড অফিসার জনাব আলী আহসান ভূইয়ার সঞ্চালনায় এডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলার সিভিল সার্জন জনাব ডা. নূয়েন খিসা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমি ঢাকার সহকারী পরিচালক মহিউদ্দিন পাটোয়ারী, জেলা তথ্য অফিসার অমিয় খিসা, প্রবন্ধ উপস্থাপক রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের ডা. জয়ধন তংচঙ্গা।
উক্ত সভায় অংশগ্রহণকারী হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার সকল ফিল্ড সুপারভাইজার, গণশিক্ষা প্রকল্পের মহিলা মডেল শিক্ষিকা, জেলার বিভিন্ন পর্যায়ের মহিলা কওমি মাদ্রাসার মুহতামিম, পরিচালক, শিক্ষক এবং মহিলা শিক্ষিকাগণ।