রাঙামাটিতে ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা ও প্রশিক্ষণ সভা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কর্মশালা ও প্রশিক্ষণ সভা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে যে কষ্ট, এই কষ্টটা কিন্তু কঠিন যন্ত্রণাদায়ক। প্রচন্ড জ্বর আসা, অসহনীয় শরীর ব্যথা, যন্ত্রণাটা খুবই ভয়াবহ। এজন্য সতর্কতা অবলম্বন করাটাই সবচেয়ে ভালো দিক। আপনি যদি সতর্ক না হোন ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন।
তিনি বলেন, ফুলের টব, প্লস্টিকের পাত্র, ফ্রিজে জমে থাকা পানি, পুরাতন গাড়ির টায়ারে জমে থাকা পানি, বাথরুমের কমোডে বেশি দিন পানি জমে না থাকে। জমানো পানিতে মশার বংশ বিস্তার হয়। সেজন্য আমাদের পরিষ্কারের বিষয়ে সচেতন থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই।
তিনি আরও বলেন, কর্মশালা ও প্রশিক্ষণ সভা আজ শহরের সকল ইমাম সাহেবরা আছেন, মন্দিরের পুরোহিত ও বিহারের ধর্মগুরুরা রয়েছেন। আপনারা এই বিষয়গুলা আপনাদের বেশি বেশি প্রচার করতে হবে। মানুষকে সচেতন করতে হবে। যত বেশি মানুষকে সচেতন করতে পারবো তত বেশি ডেঙ্গু থেকে আমরা মুক্ত থাকতে পারবো।
ইমাম সাহেবদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, বিশেষ করে মসজিদে সব সময় মুসল্লিরা থাকেন। মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ হয়। নামাজের আগে পরে যে সময়টা আপনারা ভালো মনে করেন, সে সময়টাতে সচেতনতার জন্য মুসল্লিদেরকে বারবার বলতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এটা ইসলামে বলা আছে। সবার আঙ্গিনা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং মশারি ছাড়া যাতে রাতে না ঘুমায়। মশা থেকে বাঁচার জন্য ক্রিম পাওয়া যায় কয়েল ও মশার লার্ভা নিধণে স্প্রে প্রয়োগ করা যায়। সেগুলি ব্যবহার করতে হবে। আমরা যেন রাঙ্গামাটি জেলাকে ডেঙ্গু মুক্ত রাখতে পারি।
এসময় ইমামদের মাধ্যমে ডেঙ্গু সম্পর্কে মুসল্লিদের মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালাতে নির্দেশনা প্রদানের পাশাপাশি সকল শ্রেণীর জনগণকে ডেঙ্গু রোগ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে ইমাম সাহেব সহ সকল ধর্মের ধর্মীয় প্রধানদেরও সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই রোগ সম্পর্কে সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, মসজিদ মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিষ্কার রাখতে হবে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আওয়ালীন খালেকর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোহম্মদ ইকবাল বাহার চৌধুরী, রাঙ্গামাটি সদর হাসপাতালের ডেপুটি সিভিল সার্জন ডা. ইমরুল হাসান, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ শহরের বিভিন্ন মসজিদের ইমাম ও সকল ধর্মের ধর্মীয় প্রধান প্রতিনিধিরা।