যানজট নিরসনে বাসের ‘গেটলক সিস্টেম’
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
রাজধানীতে যানজট নিরসনে চালু হচ্ছে বাসের গেটলক সিস্টেম। আজ রোববার (১২ মে) ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে গেটলক সিস্টেম চালু। এর আগে শনিবার (১১ মে) রাতে ট্রাফিকের গুলশান বিভাগের ফেসবুক পোষ্টে এই তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, রাজধানীল মহাখালী বাসস্ট্যান্ড থেকে বাস ছেড়ে প্রথমে কাকলী, এরপর কুর্মিটেলা, খিলক্ষেত এবং সর্বশেষ আব্দুল্লাহপুর থেকে যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে যাবে। এই নিয়ম অমান্য করে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী উঠানামা করলে ওইসব পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
যাত্রীদের যত্রতত্র হাত নাড়িয়ে বাসে না উঠার জন্য নির্দেশনা দেয়া হয় পোস্টটিতে। এই বিষয়ে পরিবহনের সাথে সংশ্লিষ্ট সব অংশীজন সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।
যেভাবে সিটিং সার্ভিস চালু : ২০০০ সালের দিকে ঢাকায় প্রথম সিটিং ও গেটলক বাস চালু হয়। গেটলক সার্ভিস হলো বাসের সব যাত্রী বসে যাবেন, কেউ দাঁড়িয়ে যেতে পারবেন না।