মৌলভীবাজার পুলিশসুপারকে বিদায়ী সংবর্ধনা
- সংবাদ প্রকাশের সময় : ০১:০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ১১ বার পড়া হয়েছে
মৌলভীবাজার থেকে বদলিজনিত কারণে জেলা পুলিশসুপার মো: মনজুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই বিদায়ী সংবর্ধনাটি অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, সকল থানা ও ইউনিটের ইনচার্জবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের সদস্য বিদায়ী পুলিশ সুপার সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারন করেন এবং জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভূমিকা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
বিদায়ী পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) বলেন, পুলিশ সুপার হিসেবে আমি এই স্বল্প সময়ে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি। আপনাদের সহযোগিতার কারণেই আমি এক বছরের বেশি সময় কাজ করতে পেরেছি। আমি প্রত্যাশা করব আমার পর যে পুলিশ সুপারই এই জেলায় আসবেন আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন। পুলিশিং বিষয়টাই টিমওয়ার্ক, সবাই মিলে কাজ করলেই একটা ভালো ফলাফল পাওয়া যায়।’
পরে বিকেল দিকে মৌলভীবাজার জেলা পুলিশের একটি সুসজ্জিত দল বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।