মৌলভীবাজারেদেুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় নিন্দা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের দুই সাংবাদিক সরওয়ার আহমদ ও শ ই সরকার জবলুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)মৌলভীবাজার শাখা।
সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি আবুজার রহমান বাবলা ও সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম সুলতান এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
মৌলভীবাজারে ২০২৩ সালে স্থানীয় বিএনপি কর্মসূচি চলাকালে এক হামলার ঘটনায় গত ৩০ আগষ্ট জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আকিদুর রহমান সোহান বাদী হয়ে ১শ’ ৪০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
সাংবাদিক নেতৃদ্বয় বিবৃতিতে বলেন, এই মামলায় উদ্যেশ্যমুলক ভাবে মৌলভীবাজার মুক্তিযুদ্ধের গবেষক ও সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ ও সাংবাদিক শ ই জবলু সরকার জবলুকে জড়ানো হয়েছে।
নেতৃদ্বয় অবিলম্বে এই দুই বয়োজ্যেষ্ঠ সাংবাদিককে বিরুদ্ধে রাজনৈতিক হয়রানি বন্ধ ও মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবী জানান।