মোদির পরিবারে নতুন অতিথি! নাম রাখলেন দীপজ্যোতি
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে নতুন অতিথির আগমন ঘটেছে। তার নাম দীপজ্যোতি। যাকে পরম স্নেহে আগলে রেখেছেন মোদি। এমনকী ভগবানের আসনের সামনে নিয়ে গিয়ে নতুন সদস্যকে পুজোও করেছেন তিনি। আসলে এই অতিথি আর কেউ নয়। একটি ছোট্ট বাছুর। কখনো দীপজ্যোতিকে কোলে বসিয়ে মাথায় আদর করছেন, আবার কখনো স্নেহের চুম্বন করছেন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) নিজের এক্স হ্যান্ডেলে দীপজ্যোতির ছবি দেশবাসীর সাথে ভাগ করেন মোদি। সাথে একটা ভিডিও। তাতে দেখা যায়, এক পা দু পা করে প্রধানমন্ত্রীর সাথে ঘুরে বেরচ্ছে বাছুরটি। তাকে কোলে কোলে ভগবানের আসনে নিয়ে গিয়ে পূজো করেন নমো। গলায় মালা ও গায়ে চাদর পরিয়ে দেন। এরপর কোলে বসিয়ে স্নেহের চুম্বন এঁকে দেন মোদি। আর দীপজ্যোতিও দিব্যি নিশ্চিন্তে রয়েছে প্রধানমন্ত্রীর কাছে।
কেন এই বাছুরটির নাম রাখা হলো দীপজ্যোতি? নিজেই সেই কারণ জানিয়ে এদিন মোদি লেখেন, শাস্ত্রে বলা আছে, গাভী সর্বসুখ প্রদান করে। লোককল্যাণ মার্গে আমাদের পরিবারে এক নতুন সদস্যের শুভ আগমন হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনের প্রিয় গরু একটি বাছুর প্রসব করেছে। যার কপালে রয়েছে আলোর চিহ্ন। তাই এর নাম দিয়েছি দীপজ্যোতি।
ছবিতেও দেখা গেছে দীপজ্যোতির কপালে একটি সাদা অংশ জ্বলজ্বল করছে। প্রধানমন্ত্রী মোদির পশুপ্রেম বিশেষ করে গোপ্রীতির কথা কারওই অজানা নয়।