সংবাদ শিরোনাম ::
বললেন উপদেষ্টা ফারুক
মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়াদের তালিকা হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় কতজনের চাকরি হয়েছে তার তালিকা হচ্ছে । তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা, ন্যায্যভাবে চাকরি পেয়েছেন কিনা তাও খতিয়ে দেখা হবে।
রোববার (১৫ সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় ফারুক-ই-আজম বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়ে যারা সুযোগ সুবিধা নিয়েছে, তারা জাতির সাথে প্রতারণা করেছে। যাদের বিরুদ্ধে এমন প্রতারণার অভিযোগ আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভুয়া মুক্তিযোদ্ধা বিষয়ক তিন হাজারের বেশি মামলা রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, অনেকে রিট করে মুক্তিযোদ্ধা হিসেবে সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে। প্রতারণা প্রমাণিত সবার বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার।