https://bangla-times.com/
ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০২৩

মা ছিলেন হাসপাতালে, খেলার মাঠে শামি

বাংলা টাইমস্
নভেম্বর ২০, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ । ১০ জন
Link Copied!

বিশ্বকাপ ফাইনাল খেলার কয়েক ঘণ্টা আগেই মায়ের অসুস্থতার খবর পেয়েছিলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। তারপরও ফাইনালে খেলতে নেমেছিলেন তিনি। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। খেলা শেষে জানা গেলো এই খবর। এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৯ নভেম্বর) সকাল থেকেই অসুস্থ ছিলেন শামির মা অঞ্জুম আরা।শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে। এরপর খবর দেওয়া হয় শামিকে।মায়ের অসুস্থতার খবর পেয়েও মাঠে নামেন তিনি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে।

তবে শামির মা এখন কেমন আছেন, বা হাসপাতাল থেকে তাকে ছাড়া হয়েছে তা এখনও কিছু জানা যায়নি। চলতি বিশ্বকাপে ভারতের সব থেকে সফল বোলার শামি। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। মাত্র ৭ ম্যাচ খেলে ২৪টি উইকেট নিয়েছেন তিনি। এর আগে এক বিশ্বকাপে ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছিলেন জাহির খান। তাকেও ছাপিয়ে গিয়েছেন শামি।

চলতি বিশ্বকাপে তিনটি ম্যাচে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন ভারতীয় পেসার। সেমিফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তার ৭ উইকেট খেলার ছবিটাই বদলে দেয়। ফাইনালেও শুরুটা ভাল করেছিলেন। কিন্তু শেষটা ভাল হল না। হারের জ্বালা নিয়েই মাঠ ছাড়তে হল শামিকে।