https://bangla-times.com/
ঢাকাসোমবার , ২৭ নভেম্বর ২০২৩

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন খালেদা জিয়ার উপদেষ্টা সুখন

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২৩ ১২:৫৪ অপরাহ্ণ । ১৭১ জন
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এ কে একরামুজ্জামান সুখন। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এস এ কে একরামুজ্জামান সুখন নিজেই মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে সশরীরে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে উপস্থিত হয়ে পুলিশের কাজে বাধা প্রদান ও বিস্ফোরক দ্রব্যাদি আইনের একটি মামলায় জামিন নেন তিনি।

উল্লেখ্য, ২০০৮ এবং ২০১৮ সালের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন এস এ কে একরামুজ্জামান। তবে এর আগেও স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি। ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কুলা’ মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন একরামুজ্জামান।