মজুমদার বাজারের সবজি যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
বৃহত্তর ফরিদপুর জেলার মধ্যে সদরপুর উপজেলার শৌলডুবী মজুমদার বাজার এলাকায় তরকারি এবং বিভিন্ন প্রকার শাকসবজি উৎপাদনে প্রথম স্থানে রয়েছে দীর্ঘদিন। এছাড়া মজুমদার বাজার এলাকার উৎপাদিত সবজি থেকে ঢাকার কাওরান বাজারসহ বিভিন্ন জেলায় রপ্তানি হয় করা হয় প্রতিদিন।
পদ্মাসেতু চালু থাকায় বিভিন্ন জেলার পাইকাররা এখান থেকে সবজি কিনে নিয়ে যাচ্ছেন প্রতিদিন। এ কারনে এই এলাকার কৃষকরা বর্তমানে আরো বেসি জমিতে শাক সবজি আবাদে উৎপাদন উৎসাহিত হচ্ছে। অনেক কৃষক সারা বছরই হরেক রকম তরকারি এবং বিভিন্ন প্রকার শাক সবজি উৎপাদন করে ভালোভাবেই জীবন যাপন করছেন বলে জানান অনেকে। এই এলাকায় প্রত্যেক সিজনেই বিভিন্ন প্রকার শাকসবজির আবাদ করা হয়ে থাকে।
এরমধ্যে বেগুন, লাউ, সীম, ঢেরস, করল্লা, চিচিঙ্গা, মুলা, ফুলকপি, বাধাকপি, মিষ্টি কুমড়া, গাজর, শষা, বরবটি, ধুন্দল, ঝিঙ্গে, টমেটো, কাঁচাকলা, পেঁপে, এ ছাড়াও লাল শাক, মুলা শাক, পালং শাক, পুঁই শাক, সহ বিভিন্ন প্রকার শাকসবজির উৎপাদন করা হয়। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারনে অনেক কৃষক নিজেদের উৎপাদিত সব্জি ঢাকার কাওরান বাজারে নিয়ে বিক্রি করছেন বলেও জানান অনেকে।
সবজি উৎপাদনে সৃষ্টত্ব ধরে রাখতে আগামীতে আরো বেসি জমিতে শাক সব্জি উৎপাদন করবেন বলে জানান মজুমদার বাজার এলাকার অনেক কৃষক।