ভ্যানচালক হত্যা মামলায় দু’জন গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কিশোর ভ্যানচালক পারভেজ আলী (১৪) হত্যা মামলার পর সন্দেহভাজন ২ জন আসামি কে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শুক্রবাড়ী এলাকার আজাহার আলীর ছেলে বদিউজ্জামান (৩২) ও উদয় নগর এলাকার তরিকুল ইসলামের ছেলে আলী হাসান সনি (১৯)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,মঙ্গলবার (২ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার বেলাল বাজারে অভিযান চালায় র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় ভ্যানচালক অপহরণ পূর্বক ক্লুলেস হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ৩১ মার্চ সন্ধ্যায় ভ্যানচালক পারভেজ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে হত্যা করে। এ ঘটনার পর র্যাব এই হত্যাকান্ড সংক্রান্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে।