https://bangla-times.com/
ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩

ভোট হবে ব্যালটে, প্রচারণা শেষ ৫ জানুয়ারি

বাংলা টাইমস্
নভেম্বর ১৫, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ । ৫ জন
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারে ভোটের তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী ৭ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। ৩০০ আসনেই ভোট হবে ব্যালটে।

প্রার্থীদের মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়ন পত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রার্থীরা এ দিন থেকেই প্রচার শুরু করতে পারবেন। আর নির্বাচনী প্রচারণার শেষ ৫ জানুয়ারি সকালে।

এদিকে, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো আন্দোলনে অনড় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানালেও বিরোধী দলগুলো তাতে সাড়া দিচ্ছে না।

বাংলাদেশে এ পর্যন্ত ১১টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে তিনটি নির্বাচন দুই সামরিক শাসকের অধীনে। এর একটি নির্বাচন হয় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময়ে। বাকি দুটো হয় এইচ এম এরশাদের সময়ে। বাকি নির্বাচনগুলোর মধ্যে চারটি হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।

এক নজরে আগের তফসিল: দেশের প্রথম সংসদ নির্বাচন হয় ১৯৭৩ সালের ৭ মার্চ। এর ৬০ দিন আগে ৭ জানুয়ারি ঘোষণা করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচনের তফসিল।

১৯৭৮ সালের ২ ডিসেম্বর দ্বিতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ভোট হয় পরের বছর ১৮ ফেব্রুয়ারি (পুনঃতফসিল)।

১৯৮৬ সালের ২ মার্চ ঘোষণা করা হয় তৃতীয় সংসদ নির্বাচনের তফসিল। ৪৭ দিন পর ভোট ৭ মে।

চতুর্থ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ১৯৮৭ সালের ২৬ ডিসেম্বর। ভোট হয় ১৯৮৮ সালের ৩ মার্চ।

পঞ্চম জাতীয় সংসদের তফসিল ঘোষণা করা হয় ১৯৯০ সালের ১৫ ডিসেম্বর। ৭৮ দিন পরে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ভোট।

১৯৯৫ সালের ৩ ডিসেম্বর ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ৫৫ দিন পর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি (পুনঃতফসিল) ভোট হয়।

সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ১৯৯৬ সালের ২৭ এপ্রিল। ৪৭ দিন পর ওই বছরের ১২ জুন ভোট অনুষ্ঠিত হয়।

অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয় ২০০১ সালের ১৯ অগাস্ট। ৪২ দিন পর ১ অক্টোবর হয় ভোট।

বহুল আলোচিত নবম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয় ২০০৮ সালের ২ নভেম্বর। ভোট হয় ৪৭ দিন পর ২৯ ডিসেম্বর (পুনঃতফসিল)।

দশম জাতীয় সংসদের তফসিল ঘোষণা করা হয় ২০১৩ সালের ২৫ নভেম্বর। এর ৪২ দিন পর ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় ভোট।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ২০১৮ সালের ৮ নভেম্বর। ৪৬ দিন পর ৩০ ডিসেম্বর (পুনঃতফসিল) অনুষ্ঠিত হয় ভোট।