https://bangla-times.com/
ঢাকামঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩

ভাতিজার আসনে মনোনয়ন ফরম কিনলেন জিএম কাদের

বাংলা টাইমস্
নভেম্বর ২১, ২০২৩ ৮:২১ পূর্বাহ্ণ । ১ জন
Link Copied!

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদের আসন রংপুর–৩ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন দলের বর্তমান চেয়ারম্যান জিএম কাদের। সোমবার (২০ নভেম্বর) জিএম কাদেরের পক্ষ থেকে মনোনয়ন ফরম কেনা হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর বনানী কার্যালয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, চেয়ারম্যান চাইলে যে কোনো আসনে নির্বাচন করতে পারেন। কোন আসনে কে এমপি, সেটা দেখার বিষয় নয়।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নেবে। তবে আগামী ৩০ নভেম্বর চেয়ারম্যান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। যারা মনোনয়ন পেতে আগ্রহী, তারাই ফর্ম সংগ্রহ করবেন।

মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচনের পরিস্থিতি ভালো থাকলে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দ্বিতীয় দিনের মতো জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলছে আজ। বেলা ১১টার দিকে মনোনয়ন বিক্রির কার্যক্রম শুরু হয়, বিকেল ৪টা পর্যন্ত ফরম জমা দেওয়া যাবে। প্রতি মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে ৩০ হাজার টাকায়।

গত সোমবার দুপুরে ১২টার দিকে মনোনয়ন ফরম বিক্রির শুরুতে দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরপর দলের কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন ফরম সংগ্রহ করেন। উপস্থিত থাকলেও এখনো দলের মহাসচিব মুজিবুল হক মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।