ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংকে ডাকাতি: বান্দরবানের তিন উপজেলায় লেনদেন বন্ধ

বান্দরবান প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৩৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডাকাতির ঘটনায় বান্দরবানের তিন উপজেলায় সোনালী ব্যাংকের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলাগুলেঅ হলো-রুমা, রোয়াংছড়ি ও থানচি । একইসাথে বন্ধ রয়েছে কৃষি ব্যাংকের লেনদেনও। এছাড়া প্রতিটি ব্যাংক এবং এটিএম বুথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে বান্দরবানের সোনালী ব্যাংকের ডিজিএম ইনচার্জ মোহাম্মদ ওসমান গণি এইসব তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি আরও বলেন, ব্যাংকের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হবে। এদিকে ব্যাংকের কার্যক্রম বন্ধ হওয়ায় গ্রাহকদের দুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করেছে।

বুধবার (৩ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার (এসপি) সৈকত শাহিন ও অতিরিক্ত পুলিশ সুপার রুমা সার্কেল মো. জুনায়েদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বান্দরবানের রুমা উপজেলায় মঙ্গলবার (২ এপ্রিল) রাতে সোনালী ব্যাংকে লুট করা হয়। এ সময় ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

রুমা উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও মো. দিদারুল আলম বলেন, সন্ত্রাসীরা সোনালী ব্যাংক লুট, ব্যাংক ও ইউএনও অফিসের স্টাফদেরও মারধর করেছে। এ ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তাকর্মীরা টহল কার্যক্রম জোরদার করেছে।

অন্যদিকে, বুধবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় সশস্ত্র ডাকাতরা গ্রাহকদের মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। তবে ব্যাংকের ভল্ট এখনো অক্ষত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ব্যাংকে ডাকাতি: বান্দরবানের তিন উপজেলায় লেনদেন বন্ধ

সংবাদ প্রকাশের সময় : ০২:৩৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪

ডাকাতির ঘটনায় বান্দরবানের তিন উপজেলায় সোনালী ব্যাংকের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলাগুলেঅ হলো-রুমা, রোয়াংছড়ি ও থানচি । একইসাথে বন্ধ রয়েছে কৃষি ব্যাংকের লেনদেনও। এছাড়া প্রতিটি ব্যাংক এবং এটিএম বুথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে বান্দরবানের সোনালী ব্যাংকের ডিজিএম ইনচার্জ মোহাম্মদ ওসমান গণি এইসব তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি আরও বলেন, ব্যাংকের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হবে। এদিকে ব্যাংকের কার্যক্রম বন্ধ হওয়ায় গ্রাহকদের দুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করেছে।

বুধবার (৩ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার (এসপি) সৈকত শাহিন ও অতিরিক্ত পুলিশ সুপার রুমা সার্কেল মো. জুনায়েদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বান্দরবানের রুমা উপজেলায় মঙ্গলবার (২ এপ্রিল) রাতে সোনালী ব্যাংকে লুট করা হয়। এ সময় ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

রুমা উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও মো. দিদারুল আলম বলেন, সন্ত্রাসীরা সোনালী ব্যাংক লুট, ব্যাংক ও ইউএনও অফিসের স্টাফদেরও মারধর করেছে। এ ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তাকর্মীরা টহল কার্যক্রম জোরদার করেছে।

অন্যদিকে, বুধবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় সশস্ত্র ডাকাতরা গ্রাহকদের মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। তবে ব্যাংকের ভল্ট এখনো অক্ষত আছে।