বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০২:০১ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তবে পদত্যাগের কারণ জানা যায়নি।
বাংলাদেশ ক্রিকেট দলের সাথে খালেদ মাহমুদ সুজন মিডিয়াম-পেস বোলার এবং মিডল-অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলেছেন। ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ দলে খেলেছেন। সেই সাথে ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দিয়েছেন সুজন।
২০১৩ সালে নির্বাচনে গাজী আশরাফ হোসেনকে হারিয়ে বিসিবি পরিচালক হন সাবেক এই অধিনায়ক। ২০১৮ সালে ত্রিদেশীয় সিরিজের আগে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রযুক্তি পরিচালক হিসেবে কাজ শুরু করেন।
আগস্ট মাসের শেষ দিকে বোর্ড সভা শেষে বিসিবি নতুন সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন,পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল ও তানভির আহমেদ টিটু পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
নাদেল বিসিবির নারী বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। তানভীর ইসলাম টিটু বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন।