https://bangla-times.com/
ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩

বিশ্ব ইজতেমা দুই পর্বে ফেব্রুয়ারিতে

বাংলা টাইমস্
নভেম্বর ১৫, ২০২৩ ১২:৩২ অপরাহ্ণ । ৯ জন
Link Copied!

আগামী বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার প্রথম ২ থেকে ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় পর্ব হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে বুধবার (১৫ নভেম্বর) এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জোবায়েরের অনুসারীরা অংশ নেবেন। তিন দিনের এই পর্বের ইজতেমা শুরু হবে ২ ফেব্রুয়ারি। শেষ হবে ৪ ফেব্রুয়ারি।

৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন সৈয়দ ওয়াসিফুল ইসলামের অনুসারীরা। যা শেষ হবে ১১ ফেব্রুয়ারি।

তুরাগ নদের তীরে টঙ্গীর বিশাল ময়দানে ১৯৬৭ সাল থেকে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১১ সাল থেকে এই বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে।