https://bangla-times.com/
ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০২৩

বিশ্বকাপ ফাইনালের মহারণ, প্রস্তুত ভারত-অস্ট্রেলিয়া

বাংলা টাইমস্
নভেম্বর ১৮, ২০২৩ ৪:৩৬ অপরাহ্ণ । ৫ জন
Link Copied!

বিশ্বকাপ ফাইনালের পর্দা উঠছে রোববার (১৯ নভেম্বর)। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও টুর্নামেন্টের অপ্রতিরোধ্য দল ভারত। চলতি ভারত টানা ১০ জয় পেলেও, অজিরাও পেয়েছ টানা ৮ জয়।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। স্টেডিয়ামের এই গ‍্যালারী গুলো ভরে যাবে নীল জার্সি পরা ১ লাখ ৩২ হাজার দর্শকে।

বিশ্বকাপের এক আসরে রেকর্ড রান করে ফেলেছেন ভিরাট কোহলি। টানা দুই ম‍্যাচে সেঞ্চুরি করে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। তবে ভারতের জয়ের নায়ক হতে পারেন রোহিত শর্মা। কারণ প্রতি ম‍্যাচেই অধিনায়ক দারুণ আক্রমণাত্মক শুরু এনে দিচ্ছেন ভারতকে। পাওয়ারপ্লেতে সবচেয়ে সফল দলগুলোর মধ‍্যে একটি ভারত। তাইতো রোহিতের আক্রমণাত্মক ব‍্যাটিং দলটির বড় ভরসার জায়গা।

লিংয়ে ভারতের ত্রাতা হতে পারেন মোহাম্মদ শামি। বিশেষ করে অজি দুই বাঁহাতি ওপেনারের কাল হয়ে দাঁড়াতে পারেন এই সুইং স্পেশালিস্ট। বিশ্বকাপে বাহাতি ব‍্যাটারের বিপক্ষে ৫২ বল করে ৩২ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন এই পেসার।

সর্বশেষ ২০১১ সালে বিশ্বকাপ জিতেছে ভারত। এরপর বিশ্বকাপ তো বটেই, ২০১৩ সালের পর আইসিসির কোনো টুর্নামেন্টও জিততে পারেনি দলটি।

অন্যদিকে, প্রথম দুই ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করে অজিরা। টানা সাত জয়ে এরপর জায়গা করে নেয় সেমিফাইনালে। শেষ চারের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রোটিয়াদের ৩ উইকেটে হারিয়ে রেকর্ড ৮ম বারের মতো ফাইনালে জায়গা করে নেয় মাইটি অস্ট্রেলিয়া।