ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলে ক্রিকেটারদের সর্বোচ্চ মূল্য ৬০ লাখ

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের আমেজ শুরু হয়ে গেছে। আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট। এর আগে খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। যেখানে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ রয়েছে ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। ৬ ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

সাধারণত তারকা ক্রিকেটাররা থাকেন টুর্নামেন্টের সর্বোচ্চ দামের তালিকায়। এবার সেই ক্যাটাগরি ‘এ’-তে থাকা ক্রিকেটারদের মূল্য কমানো হয়েছে। গতবার এই ক্যাটাগরির খেলোয়াড়দের মূল্য ছিল ৮০ লাখ টাকা।

‘এ’ ক্যাটাগরিতে আছেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় এবং তাসকিন আহমেদ। অর্থাৎ এই খেলোয়াড়দের দলে ভিড়াতে হলে ফ্রাঞ্জাইজিগুলোকে গুনতে হবে ৬০ লাখ টাকা।

আর ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে- এনামুল হক বিজয়, আফিফ হোসেন ধ্রুব,হাসান মাহমুদ, জাকের আলি অনিক, মাশরাফি বিন মুর্তজা, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিবরা। তাদের পারিশ্রমিক ৪০ লাখ টাকা। এই ক্যাটাগরির খেলোয়াড়দের মূল্যও ১০ লাখ কমেছে।

‘সি’ ক্যাটাগরিতে ইমরুল কায়েস, মাহমুদুল হাসান জয়, এবাদত হোসেন, এবাদত হোসেন, মোহাম্মদ মিঠুন, জাকির হাসানদের মতো ক্রিকেটাররা পাবেন ২৫ লাখ টাকা করে। ‘ডি’ ক্যাটাগরিতে ২০ লাখ, ‘ই’ ক্যাটাগরিতে ১৫ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরিতে পারিশ্রমিক ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

তবে এখনো আসন্ন বিপিএলের বিদেশি খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত হয়নি। ড্রাফটের আগে তাদের তালিকাও চূড়ান্ত করা হবে। দেশি ক্রিকেটারদের মতো বিদেশিদেরও মূল্য ১০ লাখ করে কমানো হয়েছে এবার।

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর থেকে বিপিএলের একাদশ আসর শুরুর কথা। যার জন্য চূড়ান্ত হয়েছে সাতটি ফ্র্যাঞ্চাইজিও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিপিএলে ক্রিকেটারদের সর্বোচ্চ মূল্য ৬০ লাখ

সংবাদ প্রকাশের সময় : ০১:২৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের আমেজ শুরু হয়ে গেছে। আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট। এর আগে খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। যেখানে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ রয়েছে ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। ৬ ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

সাধারণত তারকা ক্রিকেটাররা থাকেন টুর্নামেন্টের সর্বোচ্চ দামের তালিকায়। এবার সেই ক্যাটাগরি ‘এ’-তে থাকা ক্রিকেটারদের মূল্য কমানো হয়েছে। গতবার এই ক্যাটাগরির খেলোয়াড়দের মূল্য ছিল ৮০ লাখ টাকা।

‘এ’ ক্যাটাগরিতে আছেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় এবং তাসকিন আহমেদ। অর্থাৎ এই খেলোয়াড়দের দলে ভিড়াতে হলে ফ্রাঞ্জাইজিগুলোকে গুনতে হবে ৬০ লাখ টাকা।

আর ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে- এনামুল হক বিজয়, আফিফ হোসেন ধ্রুব,হাসান মাহমুদ, জাকের আলি অনিক, মাশরাফি বিন মুর্তজা, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিবরা। তাদের পারিশ্রমিক ৪০ লাখ টাকা। এই ক্যাটাগরির খেলোয়াড়দের মূল্যও ১০ লাখ কমেছে।

‘সি’ ক্যাটাগরিতে ইমরুল কায়েস, মাহমুদুল হাসান জয়, এবাদত হোসেন, এবাদত হোসেন, মোহাম্মদ মিঠুন, জাকির হাসানদের মতো ক্রিকেটাররা পাবেন ২৫ লাখ টাকা করে। ‘ডি’ ক্যাটাগরিতে ২০ লাখ, ‘ই’ ক্যাটাগরিতে ১৫ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরিতে পারিশ্রমিক ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

তবে এখনো আসন্ন বিপিএলের বিদেশি খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত হয়নি। ড্রাফটের আগে তাদের তালিকাও চূড়ান্ত করা হবে। দেশি ক্রিকেটারদের মতো বিদেশিদেরও মূল্য ১০ লাখ করে কমানো হয়েছে এবার।

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর থেকে বিপিএলের একাদশ আসর শুরুর কথা। যার জন্য চূড়ান্ত হয়েছে সাতটি ফ্র্যাঞ্চাইজিও।