বিএনপি কেন্দ্রীয় নেতার আগমনে স্থানীয় নেতাকর্মী অনুপস্থিত

- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
বিএনপি’র কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বিমান যোগে সৈয়দপুরে পৌঁছালে ফুল দিয়ে বরণ করেন শেখ আলিম । স্থানীয় বিএনপি নেতা কর্মীদের অনুপস্থিতি ও ব্যবসায়ীর বরণ করায় শহর জুড়ে কানাঘুষা চলছে । ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে আসেন অ্যাডভোকেট মাসুদ ।
সূত্রে জানা যায় , জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার দিনাজপুরের জনসভার উদ্দেশ্যে বিমান যোগে সৈয়দপুরে আসেন । মঙ্গলবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে শেখ আলিম তাকে ফুল দিয়ে বরণ করেন ।সেখানে সাংবাদিকদের বিফিং করেন । তিনি বলেন রাজনৈতিক সরকার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল করা সম্ভব নয় । তাই যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দিতে হবে । বিলম্বে হলেও অন্তবর্তী কালীন সরকারের বোধদয় হয়েছে । এ কারণে নির্বাচন কমিশনার অক্টোবরের মধ্যে নির্বাচন দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন । তিনি আরো বলেন স্থানীয় সরকার জাতীয় সরকারের সহযোগী । তাই নির্বাচিত জাতীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করা উচিত । যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চাচ্ছে বিষয়টি না বুঝেই বলছে । দেশকে সঠিক পথে নিতে হলে এ ধরনের ঘটকারী সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে । বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল । সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ অবশ্যই বিএনপি’র প্রতি আস্থা রাখবে এবং সরকার গঠনের সহায়তা করবে । আমরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো সমস্যা মোকাবেলা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক , সফর সঙ্গী অ্যাডভোকেট আবুল কালাম খান ।
সাংবাদিকদের ব্রিফিং শেষে শেখ সাদ কমপ্লেক্সে যান এবং সেখানে আপ্যায়ন শেষে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন । কেন্দ্রীয় নেতার আগমনে স্থানীয় বিএনপির নেতা কর্মীদের অনুপস্থিতির কারণে সাধারণ মানুষের মধ্যে কানাঘুষা চলছে । এ ব্যাপারে বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন কেন্দ্রীয় নেতার আগমন আমরা অবগত নই । কেন্দ্রীয় ঘোষিত জনসভার উদ্দেশ্য হয়তো সৈয়দপুরে বিমানে করে এসেছিলেন । তবে সাদ কমপ্লেক্সে যাবার বিষয়টা তার ব্যক্তিগত হতে পারে । তার আসার বিষয়ে আমাদের জানানো হয়নি ।
বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহিন আক্তার বলেন ,আমি ঢাকায় আছি এ ধরনের কোন কেন্দ্রীয় নেতার আগমন আমাদের অবগত করা হয়নি ।
শেখ সাদ কমপ্লেক্স এর আস্থাভাজন মোঃ সেলিম আশরাফী জানান , অ্যাডভোকেট মাসুদ আহমেদ শেখ আলিম সাহেবের পূর্ব পরিচিত। এখানে আসার কথা তিনি শুধু ব্যক্তিগতভাবে জানতেন । তাই বিমানবন্দরে আমরা ফুল দিয়ে বরণ করি । আমাদের এখানে আসেন আপায়ণ শেষে দিনাজপুরের উদ্দেশ্যে চলে যান। এবং রাতে আবারো কমপ্লেক্সে আসেন ,শেখ আলিমসহ একসঙ্গে বিমান করে ঢাকায় ফিরে যান ।( ছবি আছে )