https://bangla-times.com/
ঢাকামঙ্গলবার , ২৮ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

বিএনপির দুই নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৩ ৫:০২ পূর্বাহ্ণ । ১২৭ জন
Link Copied!

দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ একে একরামুজ্জামান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোমবার মনোনয়নপত্র নেন সৈয়দ একে একরামুজ্জামান। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে সৈয়দ এ. কে একরামুজ্জামানের নামে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নেয়া হয়েছে। আর শাহ মো: আবু জাফর বিএনএমে যোগদান করেছেন, বর্তমানে তিনি দলটির ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন। তিনিও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।