সংবাদ শিরোনাম ::
বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার করেছে দলটি। শনিবার (৪ মে) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে উপজেলা পরিষদ নির্বাচন অংশ নেওয়ায় ৫৯ প্রার্থীকে বহিষ্কার করেছিল বিএনপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপির যে সব নেতা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের বহিস্কৃতদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ২৬ জন, ভাইস চেয়ারম্যান ১৯ জন, ১৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন।