সংবাদ শিরোনাম ::
বারান্দায় কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ,নেই আঘাতের চিহ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলী এলাকার দশতলা ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাটের বারান্দা থেকে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুন) সকালে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সজীব চৌধুরী (১৮) কক্সবাজার সদরের ব্যবসায়ী রুস্তম আলী চৌধুরীর ছেলে। সে নারায়ণগঞ্জ পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলো। গত দুই বছর ধরে সিদ্ধিরগঞ্জের ওই ফ্ল্যাটে সহপাঠীর সাথে সাবলেট হিসেবে ভাড়া থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে।