https://bangla-times.com/
ঢাকাবৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩

বাবা হলেন লিটন দাস

বাংলা টাইমস্
নভেম্বর ১৬, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ । ৪ জন
Link Copied!

বাবা হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের উইকেটকিপার ব্যাটার লিটন দাস। তার স্ত্রী সন্তানসম্ভবা থাকায় বিশ্বকাপ চলাকালে দুই দফায় দেশে এসেছিলেন। এরই মাঝে সুখবর পেলেন লিটন। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন লিটন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় লিটন কন্যা সন্তানের বাবা হন লিটন দাস। এর আগে বুধবার (১৫ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার সঙ্গে ছবি দিয়ে আনুষ্ঠানিকভাবে বাবা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। বেবি শাওয়ারের ছবি প্রকাশ করে ওই পোস্টে তিনি সবার কাছে দোয়া চান।

বৃহস্পতিবার রাতে ফেসবুক পোস্টে লিটন নিজেই বাবা হওয়ার খবর জানিয়ে লিখেছেন, ‘আজ সকাল ৯.২৭ মিনিটে আমরা একটি ছোট্ট রাজকন্যা পাওয়ার সৌভাগ্য অর্জন করেছি। মা-মেয়ে দুজনেই সুস্থ আছে। আমাদেরকে আপনাদের সু-বিবেচনায় রাখুন।’